নেয়ামত উল্যা ভূঁইয়া রচিত দুটি হামদ

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২০, ২৩:৩৮
অ- অ+

হামদ: ১

আমার জন্ম-জীবন-মরণ

সবই তোমার দান,

হে খোদা ! তুমি রহীম-রহমান।।

আকাশ-বাতাস-চন্দ্র-তারা

সাগর নদী-ঝর্ণাধারা

গায় যে তারা দিবানিশি তোমার গুণগান।।

ফুলে ফলে শস্য-দানায়

বৃষ্টি মেঘে শিশির-কণায়

তোমার কৃপার নাম প্রকাশে ‘খালেক-সোবহান’।

দুঃখ-শোকে বিয়োগ-ব্যথায়

বান্দা তোমার কাটায় যেথায়

সেথায় তোমার দয়ার ধারা নিত্য বহমান-

হে খোদা ! তুমি রহীম-রহমান।।

পাখির গানে ফুলের শোভায়

সূর্য-আলোয় চাঁদের আভায়

সৃষ্টি-জগৎ জুড়ে শুধু তোমার দয়ার শান।।

তোমার দয়ার সীমারেখা

ত্রিভুবনে যায় না আঁকা

তোমারই মহিমা গাহে জমিন ও আসমান-

হে খোদা ! তুমি রহীম-রহমান।।

আল্লাহ তোমার দরবারেতে

কাঁদি আমি মোনাজাতে

তোমার দয়ার দানে ধন্য করো ওগো মেহেরবান-

হে খোদা ! তুমি রহীম-রহমান।

হামদ: ২

চাঁদ তারা আলো জ্বেলে আকাশে

আল্লাহরই নাম প্রকাশে।

হে রহীম রহমান

হে মহান মহীয়ান

তোমারই গুণগান ভাসে বাতাসে।।

গুলশানে বুলবুল

যেই গানে মশগুল

আল্লাহরই নাম সেই সুর-উদাসে।

অলি সেই গানে গানে

সুর তোলে ফুলবনে

মধু-মাখা সেই নামে ফুল বিকাশে-

আল্লাহরই নাম প্রকাশে।।

তরু-নদী পর্বত

সে-নামেরই বরকত

ঝিঁ ঝিঁ পোকা সেই নামই জপে শ্বাসে শ্বাসে।

ঝরণার নির্ঝর

ঝরে ঝর-ঝর-ঝর

সেই নামই ধারা হয়ে ঝরে উছাসে-

আল্লাহরই নাম প্রকাশে।।

সৃষ্টির কণা কণা

করে তাঁরই আরাধনা

ত্রিভুবন বাঁচে সেই নামের আভাসে-

আল্লাহরই নাম প্রকাশে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা