উরুগুয়ে শিবিরে আরো ৭ জন করোনায় আক্রান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২০, ১৭:৫৩| আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৭:৫৮
অ- অ+

বুধবার আরো সাতজনের কোভিড-১৯ আক্রান্তের খবর নিশ্চিত করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে আসা দলটির এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১।

নতুন আক্রান্তদের মধ্যে দুজন খেলোয়াড় ও পাঁচজন কর্মকর্তা রয়েছে। মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে মন্টিভিডিওতে ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত হয় উরুগুয়ে। এই ম্যাচের পরপরই উরুগুয়ের ক্লাব রেনটিসটাসের এ্যালেক্সিস রোলিন ও লস এ্যাঞ্জেলস এফসি’র দিয়েগো রোসি ছাড়াও পাঁচজন কর্মকর্তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, ‘তারা সবাই ভাল আছে এবং ইতোমধ্যেই সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। এ ব্যপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে আক্রান্ত হয়েছিলেন তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ, বদলী গোলরক্ষক রডরিগো মুনোজ ও ক্লাবের মুখপাত্র মাটিয়াস ফারাল। এর আগে শনিবার ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ফুল-ব্যাক মাটিয়াস ভিনার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছিল উরুগুয়ে ফেডারেশন।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা