পাকিস্তান দলকে নিউজিল্যান্ড সরকারের সতর্কবার্তা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ২১:৩১
অ- অ+

করোনার কারণে বদলে গেছে পুরো বিশ্ব। মানুষের জীবনযাপনে এসেছে পরিবর্তন। এখন সার্বক্ষণিক সতর্ক থাকতে হচ্ছে সকলকে। যেকোনো কিছুর আগেই গুরুত্ব দিতে হচ্ছে স্বাস্থ্য সতর্কতাকে। করোনার এই প্রকোপের মধ্যে বিশ্বে আবার শুরু হয়েছে ক্রিকেট। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট দল গিয়েছে নিউজিল্যান্ড সফরে। সেখানে গিয়ে বর্তমানে কোয়ারেন্টাইনে আছে পাকিস্তান দলের খেলোয়াড়রা।

তবে, অভিযোগ উঠেছে দলটির খেলোয়াড়রা সেখানে স্বাস্থ্য বিধি লঙ্ঘন করেছেন। এজন্যই নিউজিল্যান্ড সরকার পাকিস্তান দলকে সতর্ক করেছে। বলা হয়েছে, আবারো যদি করোনার নিয়ম ভঙ্গ করে তাহলে পাকিস্তান ক্রিকেট দলকে দেশে ফেরত পাঠাবে নিউজিল্যান্ড সরকার।

নিউজিল্যান্ড সফররত পাকিস্তান ক্রিকেট দলের ছয় সদস্য বৃহস্পতিবার করোনা পজিটিভ হন। তাদের মধ্যে চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন, বাকি দুইজন আগে থেকেই করোনায় আক্রান্ত ছিলেন। দলে করোনা আক্রান্ত থাকার পরও কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করেছে পাকিস্তান দল। তাই পাকিস্তানকে সর্তক করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড.অ্যাশলি ব্লমফিল্ড।

সিসিটিভিতে পাকিস্তানের নিয়ম ভঙ্গের সবকিছু দেখেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। নিউজিল্যান্ডের আরএনজেড নামে একটি রেডিওতে ব্লমফিল্ড বলেন, ‘কোয়ারেন্টাইনের প্রথম তিনদিন নিজেদের রুমে থাকা বাধ্যতামূলক ছিল পাকিস্তানের খেলোয়াড়দের। কিন্তু তাদের কয়েকজন কক্ষের বাইরে বারান্দায় মেলামেশা করেছে। খাবার ভাগাভাগিও করেছেন, এমনকি মাস্ক পরাও ছিল না। আমরা ঠিক জানি না, কতবার এসব তারা করেছেন। করোনার কড়া নিয়ম মানার শর্তে স্বাক্ষর করেই তো নিউজিল্যান্ড সফরে এসেছে পাকিস্তানের ক্রিকেটাররা। তাই সবকিছু তাই তাদের পরিষ্কারভাবেই জানার কথা।’

এমন ঘটনায় খেলোয়াড়দের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে কড়া অডিও বার্তা পাঠান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। সেখানে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড কর্তপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন, তিন-চারটি বিধি ভঙ্গ করা হয়েছে। এ ব্যাপারে কোনো ছাড় দেবে না নিউজিল্যান্ড সরকার। তাই আমাদেরকে চূড়ান্তভাবে সর্তক করে দেয়া হয়েছে। এই দেশের সরকার আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আরেকবার নিয়ম ভাঙলে দল দেশে পাঠিয়ে দেয়া হবে।’

ওয়াসিম আরো বলেন, ‘আমরা জানি, কোয়ারেন্টাইনে থাকা সহজ নয়। ইংল্যান্ডেও একই অবস্থার মধ্যে খেলতে হয়েছে। কিন্তু এটা দেশের সম্মান ও বিশ্বাসযোগ্যতার ব্যাপার। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে, যেভাবে খুশি বাইরে ঘোরা, মেলামেশা, আড্ডা, খাওয়া-দাওয়া সবই করা যাবে। তাই সবাইকে নিয়ম মানতে হবে।’

নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে পাকিস্তান দল। নিউজিল্যান্ডে গিয়ে ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনে আছেন পাকিস্তনের খেলোয়াড়রা।

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা