যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যু প্রায় ৩ হাজার

করোনাভাইরাস মহামারির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আবারও দেশটিতে উল্লেখযোগ্যহারে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত একদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লক্ষাধিক, মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার মানুষের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪২৭ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৮৩১ জনের।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৮৬৫ জনের।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার ৯৫১ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৯৯ হাজার ১৭৫ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৫১ জন।
সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৫ লাখ ৩৩ হাজার ৪৭১ জন এবং মারা গেছে ১ লাখ ৩৮ হাজার ৬৫৭ জন।
ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/একে
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লক্ষ্য নিয়ে ‘নতুন চাকরিতে পম্পেও’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্লিংকেনকে অনুমোদন সিনেটের

পক্ষে রিপাবলিকান সিনেটররা, ফের পার পাবেন ট্রাম্প!

ইরানের সঙ্গে ‘চমৎকার সম্পর্ক’ বজায় রাখবে কাতার

দ্বন্দ্ব চাই না: ফোনালাপে বাইডেন-পুতিন

আবুধাবির মোহনীয় সূর্যাস্ত

জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে ১০০ মিলিয়ন মানুষ

ব্রিটেনে করোনায় মৃত্যু লাখ ছাড়াল

একদিনে প্রাণহানি প্রায় ১৬ হাজার, আক্রান্ত ৫ লাখ
