মহাকাশে পরিবেশবান্ধব কাঠের উপগ্রহ পাঠাচ্ছে জাপান

মহাকাশে পরিবেশবান্ধব কাঠের উপগ্রহ পাঠাচ্ছে জাপান। অচিরেই মহাকাশে ভাসতে চলেছে জাপানের বানানো কাঠের কৃত্রিম উপগ্রহ। ২০২৩ সালের মধ্যে উপগ্রহটি তৈরির লক্ষ্য নির্ধারণ করেছেন জাপানি গবেষকেরা।
বিজ্ঞানীরা দেখেছেন, মহাকাশে দিনে দিনে আবর্জনা বাড়ছে। মেয়াদ ফুরিয়ে যাওয়া কৃত্রিম উপগ্রহের যন্ত্রাংশসহ বিভিন্ন জিনিস এই আবর্জনার পর্যায়ে পড়ে। এই সমস্যা সমাধানেই এই অভিনব পদ্ধতির কথা ভাবল জাপান। কাঠের কৃত্রিম উপগ্রহ এ ক্ষেত্রে একটি সমাধান হতে পারে। কেননা, বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে কাঠ পুড়ে কোনও ক্ষতিকর উপাদান মহাকাশে ছড়িয়ে পড়বে না।
জাপানি বিজ্ঞানীরা তাই কাঠের কৃত্রিম উপগ্রহ উদ্ভাবনের চেষ্টা করছেন। এই চেষ্টায় তারা সফল হলে তা হবে বিশ্বের প্রথম কাঠের কৃত্রিম উপগ্রহ।
জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ও জাপানের ফরেস্ট্রির একদল গবেষক কৃত্রিম এই উপগ্রহটি উদ্ভাবনের চেষ্টা করছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।
কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মহাকাশচারী টাকাও ডই ব্রিটিশ সংবাদসংস্থাকে বলেন, 'যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীতে আবার ফিরিয়ে আনা হয়, সেগুলো বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে উত্তপ্ত হয়ে পুড়ে যায়। এবং পোড়ার সময়ে সেটি ধাতব সূক্ষ্ম কণা ছড়িয়ে দেয় চারপাশে। এসব কণা বায়ুমণ্ডলের ওপরের স্তরে অনেক বছর ধরে ভেসে থাকে। বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। কারণ, এসব কণা একটা সময়ের পরে পৃথিবীর পরিবেশের ওপরই বিরূপ প্রভাব ফেলবে।'
(ঢাকাটাইমস/১জানুয়ারি/এজেড)
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

হোয়াটসঅ্যাপে মিউট ভিডিও ফিচার

কম দামে স্যামসাংয়ের ৫জি ফোন

নতুন রূপে মারুতি সুইফট

আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে

পরীক্ষার্থীদের জন্য রবি-টেন মিনিট স্কুলের ক্র্যাশ কোর্স চালু

পাঁচটি বিকাশ নম্বরে সেন্ড মানি করা যাবে খরচ ছাড়াই

আইটেলের গ্র্যান্ড মিটআপ অনুষ্ঠিত

লাল গ্রহের নতুন ছবি

মোবাইল গেমিং ও ফটোগ্রাফির গেম-চেঞ্জার
