ভোলায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২১, ১১:৪২
অ- অ+

ভোলায় জান্নাত (১২) নামে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাত ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোসলেউদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

শনিবার দিবাগত রাতে উপজেলার ধনিয়া ইউনিয়নে তার দাদার ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতের বাবা মোসলেউদ্দিন চাকরির করার সুবাদে স্ত্রী ও ছেলেক নিয়ে ঢাকায় থাকেন। আর জান্নাত ছোট বেলা থেকেই ভোলায় তার দাদা নুর ইসলামে কাছে থাকতো। শনিবার বিকেলের দিকেও জান্নাতকে স্থানীয়রা বাড়িতে দেখেছেন। রাতে স্থানীয়রা লোকজন তার দাদার ঘরের আড়ার সাথে জান্নাতের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

তবে ওই সময় ঘরে তার দাদা ও দাদীকে দেখা যায়নি। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহতের দাদা-দাদি পলাতক।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে আমরা মৃত্যুর বিষয়ে কিছু বলতে পারছি না। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা