ভোটে হারলে কারচুপির অভিযোগ এ দেশের সংস্কৃতি: সিইসি

নির্বাচনে কারচুপির অভিযোগ করাটা এ দেশের সংস্কৃতি এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, ‘বিএনপি নির্বাচনে হারলে কারচুপির অভিযোগ করে। আওয়ামী লীগ হারলেও একই অভিযোগ করত।’
বুধবার সাভার উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনে আইনশৃঙ্খলাসংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। আগামী ১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সভার আয়োজন করা হয়।
বিরোধী দলকে ইসির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে চলমান পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।’
বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘পৌরসভা নির্বাচনের আগে সাভারে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবেন না। এমনকি কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে কোথাও থাকতে পারবেন না।’
নির্বাচনের পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান নুরুল হুদা। বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা রয়েছে। এজন্য ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন।’
আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/কারই/জেবি)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

‘বেক্সিমকো মধ্যস্থতা করায় সরকার ঝুঁকিমুক্ত’

একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে সর্বোচ্চ ৫ জন শ্রদ্ধা জানাতে পারবে

জোর করে কাউকে টিকা দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

১০ টাকায় কাপড়, খেলনা!

করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিল সরকার

শনাক্তের হার কমে ৩.৩৪ শতাংশ, মৃত্যু ২০

একজন শহীদ মতিউর রহমান এবং...

কারাবন্দীর নারীসঙ্গ, জেল সুপার ও জেলার প্রত্যাহার

৪০০ স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হবে বৃহস্পতিবার
