দৌলতদিয়া পতিতাপল্লী ১৪ কিশোরী উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া পতিতা পল্লী থেকে পাচার হয়ে আসা ১৪ জন কিশোরীকে জেলা পুলিশের সদস্যরা উদ্ধার করেছেন। মঙ্গলবার রাতে একটি তালাবদ্ধ ঘর থেকে এই ১৪ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার কিশোরীরা বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের ওপর নির্মমতার চিত্র প্রকাশ করেন এবং তারা জেলা পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, গোপন সংবাদে রাজবাড়ীর দৌলতদিয়া পতিতা পল্লীর নাজমা বাড়িওয়ালীর একটি তালাবদ্ধ ঘর থেকে ওই সব কিশোরীকে গোয়ালন্দ থানা পুলিশের সদস্যরা উদ্ধার করেছেন। উদ্ধার কিশোরীদের নাম ও পরিচয় গোপন রেখে স্ব-স্ব পরিবারের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা তারা করবেন।
তিনি আরো বলেন, পাচারকারীরা কৌশলে এসব কিশোরীদের ফাঁদে ফেলে দৌলতদিয়া পতিতা পল্লীতে এনে বিক্রি করে। আর ক্রেতা বাড়িওয়ালী চালায় এ কিশোরীদের ওপর চালায় নির্মম নির্যাতন। এমনি পরিবেশ থেকে এই ১৪ জনকে তারা মুক্ত করতে পেরেছেন। তাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, ডিআইও ওয়ান সাইদুর রহমান, গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, ডিআইও টু প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

তামিমার সঙ্গে প্রতারণা করেন রাকিব!

দুই ট্রাকের মাঝখানে ইজিবাইক, চালকসহ নিহত ২

ভারত থেকে আড়াই হাজার টন চিটাগুড় আমদানি

‘উন্নয়ন চাইলে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই’

ক্ষুব্ধ হয়ে উপদেশকারীকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ হারালেন দুই বন্ধু

অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন খাবার হোটেল

রাঙামাটিতে ব্রকলির ভালো ফলন

খুবি শিক্ষার্থী রিফাতের চিকিৎসায় সাহায্যের প্রয়োজন
