কানাডার নদীতে মিলল নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর লাশ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২১, ১০:৫৮| আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১১:২৪
অ- অ+

কানাডার একটি নদী থেকে সামিউজ্জামান (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগের রেড রিভার নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ১৮ দিন ধরে নিখোঁজ ছিলেন।

সামি ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার বিজ্ঞানের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। এর পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামের একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন।

জানা গেছে, রেড রিভার নদীর কাছেই বাংলাদেশি বন্ধুদের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন সামি। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। বাবার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। দুই ভাইয়ের মধ্যে সামি ছোট।

উইনিপেগ সিটি পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সামি। তার বন্ধুরা বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে ২০ জানুয়ারি তারা পুলিশকে বিষয়টি জানান।

এর সাতদিন পর রেড রিভার থেকে তার মরদেহ উদ্ধার করল পুলিশ। মরদেহটি পুলিশের হেফাজতে আছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা