মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, দুই বিদেশি আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৭| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৬
অ- অ+

নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের বিদেশি দুই আরোহী।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গুনাইহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম সাগর (২৫) রূপপুর পারমাণবিক প্রকল্পের মাইক্রোবাসচালক। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ এলাকার বাসিন্দা।

আহত দুই বিদেশি প্রকল্পের কর্মকর্তা। তাদের বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে পাবনার ঈশ্বরদী রূপপুর থেকে পারমাণবিক প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে মাইক্রোবাসটি ঢাকায় যাচ্ছিল।

মাইক্রোবাসটি বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসচালক সাগর নিহত হন।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা