সাপ্তাহিক দরপতনের শীর্ষে রবি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৯
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ২৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ২৪৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ৪৯ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ টাকা ৩০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিল বাংলা সুগারের দর কমেছে ১২ দশমিক ২১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৫ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ৫৪ কোটি ৭ লাখ ২ হাজার ৮০০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৫ টাকা ৮০ পয়সা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের দর কমেছে ১০ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ টাকা ৪০ পয়সা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মীর আক্তার হোসাইনের ৭ দশমিক ৬৮ শতাংশ, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ৬ দশমিক ৬৩ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের ৬ দশমিক ৩৫ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৫ দশমিক ৮১ শতাংশ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৫ দশমিক ৫৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ১৭ শতাংশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ৫দশমিক ০৫ শতাংশ দর কমেছে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এসআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা