গ্রেড-৬ মর্যাদা পেলেন পুলিশ হাসপাতালের চার চিকিৎসক

জাতীয় বেতন কাঠামোতে গ্রেড-৬ পদমর্যার্দা পেলেন চারটি পুলিশ হাসপাতালের চারজন চিকিৎসক। চাকরিতে ১০ বছর পূর্তি ও দায়িত্বপালন সন্তোষজনক হওয়ায় সরকার এই চারজনের পদমর্যার্দা বাড়িয়ে দিয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনুচ্ছেদ ৭ (১) অনুযায়ী তাদের গ্রেড-৬ মর্যার্দা দেওয়া হয়েছে। এই চার চিকিৎসকরা হলেন, চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের সহকারী সার্জন (এমও) ডা. শামীম আহমেদ, সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের সহকারী সার্জন (এমও) ডা. রেহানা ফারুক, রংপুর জেলা পুলিশ হাসপাতালের সহকারী সার্জন (এমও) ডা. আবু সাঈদ মাহমুদ এবং খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের সহকারী সার্জন (এমও) ডা. সৈয়দ একেএম এন করিম।
জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড-৬ প্রাপ্ত কর্মকর্তাদের মূল বেতন ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত। এছাড়া তারা এই পদের অনুকূলে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও পাবেন।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এএ/এইচএফ)
সংবাদটি শেয়ার করুন
প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত
প্রশাসন এর সর্বশেষ

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হলেন এনটিআরসিএ’র চেয়ারম্যান

রাজউকের নতুন চেয়ারম্যান আমিন উল্লাহ নুরী

সেই ম্যাজিস্ট্রেটকে বরিশালে বদলি

আরও দুই বছর পিআইবির ডিজি থাকছেন জাফর ওয়াজেদ

‘ওই নারী চিকিৎসকের পক্ষে সাফাই গাওয়া দুঃখজনক'

চিকিৎসকের আচরণ অসৌজন্যমূলক, কুরুচিকর: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

করোনায় ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিবের মৃত্যু

সেরে উঠছেন করোনায় আক্রান্ত সচিবরা

রমজানে মহাসড়কে চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি
