রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:১১
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ। বুধবার সকালে উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া হতে কাজীপাড়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব জামিলের নেতৃত্বে চলে এ উচ্ছেদ অভিযান।

নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দোতলা ভবন ও সাত-আটটি দোকান ঘরসহ প্রায় অর্ধশতাধীক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাসুদ কামাল, সহকারী পরিচালক নুর হোসেন প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব জামিল বলেন, সরকারি যায়গায় অবৈধভাবে গড়ে তোলার কারণে একটি দোতলা ভবন ও সাত-আটটি দোকান ঘরসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নোয়াপাড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা