ঈশ্বরগঞ্জে তিন বছরের শিশুকে নির্মমভাবে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১২
অ- অ+

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিন বছর বয়সী এক মেয়ে শিশুকে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার কিশোরী বড় বোনের বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার চর হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম জান্নাতুল ফেরদৌসি। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। একইসঙ্গে নিহতের বড় বোনকেও(১৩) আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার চর হোসেনপুর গ্রামের মোড়লবাড়ির বাসিন্দা শহীদুল ইসলামের চার মেয়ে ও এক ছেলে। বড় দুই মেয়ে ও এক ছেলে বাইরে থাকেন। বাড়িতে থাকে দুই মেয়ে। এদের একজনের বয়স ১৩ বছর। অন্যজনের বয়স তিন বছর।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে তাদের মা পাশের বাড়িতে যান। বাবা আগে থেকেই পেশাগত কাজে বাইরে ছিলেন। বিকাল ৪টার দিকে তারা দুজন বাড়ি ফিরে দুই মেয়ের মধ্যে কাউকে দেখতে পাননি।

পরে বড় মেয়েকে প্রতিবেশির বাড়িতে পেয়ে তাকে ছোট বোনের কথা জিজ্ঞেস করেন। এক পর্যায়ে সে বাথরুমের বালতির মধ্যে কাপড় ঢাকা দিয়ে রাখা ছোট বোনের মরদেহ দেখিয়ে দেয়। পরে পুলিশকে খবর দেয়া হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এই হত্যার পেছনে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা