সৌদি বাদশাহের সঙ্গে বাইডেনের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৬
অ- অ+

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পাঁচ সপ্তাহের মাথায় স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো বাদশাহ সালমানের সঙ্গে কথা বললেন তিনি।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোনে কথা বলা নিয়ে হোয়াইট হাউস একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি লৌজান আল-হাথলুলসহ সৌদি-আমেরিকান মানবাধিকার কর্মীদের মুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন প্রেসিডেন্ট বাইডেন। একইসঙ্গে বিশ্বব্যাপী মানবাধিকার নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও বাদশাহ সালমানকে নিশ্চিত করেছেন তিনি।’ ফোনালাপে উভয় নেতা যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সৌদির বিরুদ্ধে ইরানপন্থী বিভিন্ন গ্রুপের হুমকি নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী এবং যথাসম্ভব স্বচ্ছতা আনতে কাজ করা হচ্ছে বলে সৌদি বাদশাহকে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন উভয় নেতা।’

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা