পতন দিয়ে শেষ হলো ফেব্রুয়ারি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৭

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পতন দিয়ে শেষ হলো ফেব্রুয়ারি মাস। এদিন কমেছে উভয় পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্রগাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৬৪ লাখ ২৭ হাজার টাকা।

রবিবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৪৮ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১২০টি ও অপরিবর্তিত রয়েছে ১২৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

গত বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি দুই লাখ ৯৮ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে কমেছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

রবিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৫২১ টাকা, যা আগের দিনের তুলনায় কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২২৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৪টি কোম্পানির। দর কমেছে ৮১টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৪০৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আট পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৫৬ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬১২ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৪১৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ১৯৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক চার পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮৯ পয়েন্টে। সিএসআই পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮১ পয়েন্টে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

কার্ডহোল্ডারদের জন্য গ্রীনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক 

অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর 

ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংকের নতুন ডিএমডি মো. ফয়েজ আলম

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ পেল ওয়ালটন

আগামী অর্থবছরের বাজেটের আকার কমানোর পরামর্শ আইএমএফের

তাপপ্রবাহ: ২ হাজার শ্রমজীবীকে সোনালী ব্যাংকের ছাতা উপহার

রংপুরে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :