নোয়াখালীতে মাদক কারবারির কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জ থানার একটি মাদক মামলায় এহেছান উল্যা প্রকাশ আমান উল্যা নামে এক মাদক কারবারির ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে আরও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার বিকালে জেলা জজ আদালতের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত এহেছান উল্যা কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের আনোয়ারুল হকের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ এহেছান, তার স্ত্রী জান্নাতুল মাওয়া ও শ্যালিকা রাজিয়ে বেগম প্রকাশ জারিয়াতুল মোস্তফাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। ঘটনায় বেগমগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। আদালতে মোট ৯জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি জান্নাতুল মাওয়া ও রাজিয়া বেগমকে খালাস এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি এহেছানকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গুলজার আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুযঅরি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সপরিবারে করোনায় আক্রান্ত টঙ্গী পূর্ব থানার ওসি

এনটিভির ক্যামেরাপারসনের ওপর হামলায় অভিযুক্ত সাকিব গ্রেপ্তার

চালকসহ চালের ট্রাক উধাও

চট্টগ্রামে চিকিৎসকদের জন্য করোনা টেস্টিং বুথ

জয়পুরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, আশুলিয়ায় হেফাজত কর্মী আটক

ঠাকুরগাঁওয়ে ইউপি অফিসে হামলা-ভাঙচুর

সালথার সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদ গ্রেপ্তার

`চিকিৎসার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর‘
