নোয়াখালীতে মাদক কারবারির কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩২
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ থানার একটি মাদক মামলায় এহেছান উল্যা প্রকাশ আমান উল্যা নামে এক মাদক কারবারির ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে আরও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার বিকালে জেলা জজ আদালতের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত এহেছান উল্যা কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের আনোয়ারুল হকের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ এহেছান, তার স্ত্রী জান্নাতুল মাওয়া ও শ্যালিকা রাজিয়ে বেগম প্রকাশ জারিয়াতুল মোস্তফাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। ঘটনায় বেগমগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। আদালতে মোট ৯জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি জান্নাতুল মাওয়া ও রাজিয়া বেগমকে খালাস এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি এহেছানকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গুলজার আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুযঅরি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়ার মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা