ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের ঘোষণা আইসিসির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ২১:৩৪
অ- অ+

অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন আইসিসির প্রধান কৌঁসুলি ফাতাও বেনসুদা।

আইসিসির এই কৌঁসুলি বলেন, ‘আজ, আমি ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির দপ্তরের তদন্তের বিষয়টি নিশ্চিত করছি। স্বাধীন ও নিরপেক্ষভাবে, ভয় বা পক্ষপাতহীনভাবে তদন্ত করা হবে।’

২০১৯ সালে বেনসুদা জানিয়েছিলেন, পশ্চিম তীরে বসতি নির্মাণ কর্মকাণ্ডসহ গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ তদন্তের একটি ‘যৌক্তিক ভিত্তি’ রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ফিলিস্তিনি সংগঠন হামাসও সম্পৃক্ত থাকতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

ফিলিস্তিনে আইসিসিরবিচারিক এখতিয়ার রয়েছে কিনা জানতে বিচারকদের কাছে রুল চেয়েছিলেন বেনসুদা। গত ফেব্রুয়ারিতে আদালতের দেয়া রুলে বলা হয়েছিল, অধিকৃত ফিলিস্তিনে আদালতের বিচারিক এখতিয়ার রয়েছে।

ইসরায়েল অবশ্য আদালতের এই রুল প্রত্যাখ্যান করেছিল। তেল আবিবের দাবি, তারা যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, তাই তাদের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই।

(ঢাকাটাইমস/০৩মার্চ/ ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা: র‍্যাব ডিজি
ফেনীতে রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা