ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের ঘোষণা আইসিসির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ২১:৩৪

অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের যুদ্ধাপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন আইসিসির প্রধান কৌঁসুলি ফাতাও বেনসুদা।

আইসিসির এই কৌঁসুলি বলেন, ‘আজ, আমি ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির দপ্তরের তদন্তের বিষয়টি নিশ্চিত করছি। স্বাধীন ও নিরপেক্ষভাবে, ভয় বা পক্ষপাতহীনভাবে তদন্ত করা হবে।’

২০১৯ সালে বেনসুদা জানিয়েছিলেন, পশ্চিম তীরে বসতি নির্মাণ কর্মকাণ্ডসহ গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধ তদন্তের একটি ‘যৌক্তিক ভিত্তি’ রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ফিলিস্তিনি সংগঠন হামাসও সম্পৃক্ত থাকতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

ফিলিস্তিনে আইসিসিরবিচারিক এখতিয়ার রয়েছে কিনা জানতে বিচারকদের কাছে রুল চেয়েছিলেন বেনসুদা। গত ফেব্রুয়ারিতে আদালতের দেয়া রুলে বলা হয়েছিল, অধিকৃত ফিলিস্তিনে আদালতের বিচারিক এখতিয়ার রয়েছে।

ইসরায়েল অবশ্য আদালতের এই রুল প্রত্যাখ্যান করেছিল। তেল আবিবের দাবি, তারা যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, তাই তাদের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই।

(ঢাকাটাইমস/০৩মার্চ/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :