জামালপুরে ছাত্রীকে ধর্ষণ করায় ইমামের যাবজ্জীবন

জামালপুরের ইসলামপুরে সাত বছরের মক্তবের ছাত্রীকে ধর্ষণ করায় মসজিদের ইমাম হাফেজ মো. সাইফুল ইসলামকে(২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম আলী আহমেদ এই রায় দেন।
সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়- ২০১৮ সালের ১৮ নভেম্বর সকাল ৮টার দিকে ইমাম হাফেজ মো. সাইফুল ইসলাম তার ঘর পরিষ্কার করার কথা বলে সেই ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে যান। পরে নিজের শয়নকক্ষে সেই শিশু ছাত্রীকে ধর্ষণ করেন সাইফুল।
এই ঘটনায় ২০১৮ সালের ২২ নভেম্বর ইসলামপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন সেই ছাত্রীর বাবা।
মামলায় ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালতের বিজ্ঞ বিচারক।
(ঢাকাটাইমস/১৫মার্চ/কেএম)

মন্তব্য করুন