কবিতা

মুজিব মানে রাজনীতির কবিতা

মো. গোলাম রহমান
| আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৪:২৬ | প্রকাশিত : ১৭ মার্চ ২০২১, ০৯:৪৯

মুজিব মানে রাজনীতির কবিতা,

মুজিব মানে স্বাধীনতা।

মুজিব মানে এই বাংলায় উত্তরে পাহাড়, দক্ষিণে সাগরমুখে শঙ্খচিলের খেলা

মুজিব মানে পুবে-পশ্চিমে নদী-নালা জল আর জালা

মুজিব মানে পৌষপার্বণ আর বৈশাখী মেলা

মুজিব মানে বাঙ্গালির সংগ্রামী বাংলা।

মুজিব মানে ইতিহাসের পথ বেয়ে অসাম্প্রদায়িক মন

মুজিব মানে কৃষক শ্রমিকের তুখোড় আন্দোলন।

মুজিব মানে ছাত্র-জনতার স্লোগান,

মুজিব মানে ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন,

মুজিব মানে ৬২’র শিক্ষা আন্দোলন,

মুজিব মানে ৬৬ তে বাংলার মুক্তিসনদ ছয় দফা

মুজিব মানে বাংলার মুক্তি, হবে রফা।

মুজিব মানে আগরতলা ষড়যন্ত্র মামলা

মুজিব মানে গণ আন্দলনে ভাঙ্গবো জেলের তালা

মুজিব মানে মুক্ত মানব গলায় ফুলের মালা।

মুজিব মানে ছাত্র সংগ্রাম পারিষদ, ৬৯’র অভ্যুথান

মুজিব মানে ৭০’র সফল নির্বাচন জাতির উথ্থান।

মুজিব মানে আওয়ামী লীগের নৌকা, ফসল ভরা গোলা

মুজিব মানে নির্বাচনে জয়লাভ

মুজিব মানে তর্জনীর প্রভাব

মুজিব মানে ‘পিণ্ডির ষড়যন্ত্র সততার অভাব।

মুজিব মানে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলা।

মুজিব মানে যার কাছে যাকিছু আছে তাই নিয়ে “জয় বাংলা” বলা

মুজিব মানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম

মুজিব মানে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।

মুজিব মানে বাংলার মুক্তিযুদ্ধ

মুজিব মানে গেরিলার কাছে পাক বাহিনী রুদ্ধ।

মুজিব মানে মুক্তিযোদ্ধার প্যারেড

মুজিব মানে যুদ্ধ জয়ের নেশা

মুজিব মানে ৩০ লক্ষ শহীদের স্মৃতি

মুজিব মানে বিধ্বস্ত বাংলা গড়ে তোলায় গতি।

মুজিব মানে লক্ষ লক্ষ নারীর সম্ভ্রম দিয়ে স্বাধীনতার প্রতীক্ষা

মুজিব মানে কন্ডেম সেলের পাশে কবর খুঁড়ে রাখা আর অপেক্ষা।

মুজিব মানে ঘরে ঘরে রোজা রেখে মায়েদের দোয়া চাওয়া

মুজিব মানে গেরিলার গ্রেনেড ছুঁড়ে দেওয়া।

মুজিব মানে নৌকার মাঝির পাল তুলে উদার গলায় গান গাওয়া।

মুজিব মানে ত্রস্ত-ত্রাসে পাক বাহিনী

মুজিব মানে শোষণহীন সমাজ

মুজিব মানে কৃষক-শ্রমিক-ছাত্র-জনতার অফুরান ভালোবাসা

মুজিব মানে বিশ্ব দরবারে বাংলা ভাষা।

মুজিব মানে দুঃখী মানুষের মুখে হাসি, রাখালের বাঁশি

মুজিব মানে সবুজ ধানের খেতে কৃষকের হাসি।

মুজিব মানে শোষকের যন্ত্রণা, শোষিতের প্রেরণা

মুজিব মানে বিশ্বনেতা নিপীড়িতের চিরচেনা।

মুজিব মানে স্বাধীন বাংলাদেশ

মুজিব মানে সাম্রাজ্যবাদের ত্রাস

মুজিব মানে জয় বাংলা, ইনশা আল্লাহ জয় বাঙালি

মুজিব মানে স্বাধীন বাংলাদেশ, সবুজে-লালে পতাকা রাঙ্গালি

মুজিব মানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।

মুজিব মানে বিশ্বের বুকে নতুন মানচিত্র বাঙ্গালির সম্মান

মুজিব মানে মুজিব - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :