ফরিদপুরে বিধি-নিষেধের প্রথম দিনে হচ্ছে অনিয়ম

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২১, ১৩:৩০

করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় গণপরিবহনের উপর সরকার নতুন করে বিধি-নিষেধ জারি করেছে। তবে এসব মানছেনা অধিকাংশ যাত্রীবাহী বাস। এদিকে সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক পুলিশের নজরদারি বসেছে।

সকাল ১০টার দিকে ফরিদপুর পৌরবাস বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, গণপরিবহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ভাড়া বেশি নিলেও মানছে না যাত্রী উঠানোর ক্ষেত্রে। কয়েকটি যাত্রীবাহী বাসে মানতে দেখা গেলেও অধিকাংশ ক্ষেত্রে তার দেখা মেলেনি।

জেলার মধুখালী থেকে ফরিদপুরগামী এক যাত্রী অ্যাড. আব্দুর রহিম বলেন, ‘যাত্রীবাহী বাসের স্ট্যাপরা সরকারি নিদের্শনা মোতাবেক বেশি ভাড়া নিচ্ছে ঠিকই, কিন্তু যাত্রী কম নিচ্ছে না। এটা চলতে থাকলে আইন করে কি তবে।’

একই কথা জানালেন জেলার আলফাডাঙ্গা থেকে ছেড়ে আসা লোকাল বাসের যাত্রী মহসিন হোসেন। তিনি বলেন, ভাড়া ৬০ শতাংশ বেশি নিচ্ছে। কিন্তু চলার পথে যাত্রী যেখানে পাচ্ছে সেখান থেকেই তুলছে। আমার নিষেধ করলেও তা মানছে না কর্তৃপক্ষ।

এদিকে শহরের বঙ্গবন্ধু স্কায়ারে (রাজবাড়ী রাস্তার মোড়) গিয়ে দেখা গেছে, জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বিভিন্ন যানবহনে সরকারি আদেশ মানা হচ্ছে কি না সেটি নজরদারিতে রেখেছে।

ফরিদপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কার বলেন, ‘ট্রাফিক পুলিশ সকাল থেকে সড়কগুলোতে চলাচলকারী গণপরিবহনগুলো নজরদারিতে রেখেছে। এছাড়াও আমরা বাসমালিক সমিতি ও অন্যানো যানবাহনে মালিক শ্রমিকদের সঙ্গ বৈঠক করেছি সরকারি নিদের্শনার বিষয়ে।’

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, অবশ্যই নিজেদের স্বার্থে গণপরিবহনের ক্ষেত্রে সরকারি যে নিদের্শনা, সেটি মানতে হবে। প্রয়োজনে আমরা সড়ক ও মহাসড়কের মোবাইল কোর্ট পরিচালনা করব।’

(ঢাকাটাইমস/৩১মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

মেহেরপুরে অপরিপক্ব লিচুতে বাজার সয়লাব

সরাইলে আগুনে পুড়ল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

এই বিভাগের সব খবর

শিরোনাম :