নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২১, ১৬:৪৬
অ- অ+
ফাইল ছবি

রাজধানীর সায়েদাবাদ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মোছাম্মদ শিউলি আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বোন শাহনাজ বেগম ঢাকাটাইমসকে বলেন, আমার বোন একটি এনজিওতে চাকরি করেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সায়েদাবাদ এলাকায় সমিতির টাকা কালেকশনে গিয়েছিলেন তিনি। পরে একটি বাসা থেকে বের হওয়া মাত্রই ওই নির্মাণাধীন ছয় তলা ভবনের তৃতীয় তলা থেকে ইট পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহনাজ বেগমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। তিনি সায়েদাবাদের আর কে চৌধুরী গলি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার স্বামীর নাম দেলোয়ার হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, শাহনাজের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকেও জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা