দক্ষতায় শ্রীলঙ্কা থেকে পিছিয়ে নেই বাংলাদেশ: সুজন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১৫:১১| আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৫:১৫
অ- অ+

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটো ম্যাচ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে লঙ্কানদের হারানো কঠিন হলেও স্কিলের দিক থেকে টাইগাররা পিছিয়ে নেই বলে মনে করছেন টিম লিডার খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কার পথে উড়াল দেয়ার আগে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানান তিনি।

ভারত-নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকেট নিশ্চিত করে ফেললেও এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেননি রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। এবার প্রথম পয়েন্টের খোঁজেই এবারের এই লঙ্কা সফর।

তবে শ্রীলঙ্কার মাটিতে তারা কতটা শক্তিশালী তা আর বলার উপেক্ষা রাখে না। তবে শ্রীলঙ্কায় জেতার সামর্থ্য রয়েছে বাংলাদেশ দলের। আর স্কিলের দিক থেকে তাদের চেয়ে পিছিয়ে নেই মুমিনুলরা।

এ বিষয়ে সুজন বলেন, ‘কন্ডিশনটা আমরা জানি, ওখানে এখন গরম থাকে বেশি। উইকেটটা ভালো থাকে। নিজেদের কন্ডিশনে শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা স্কিলের দিক থেকে পিছিয়ে নেই। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি, তবে আশা করি ভালো করব।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই আমরা চাই জিততে। আমরা ওখানে সেরা ক্রিকেট খেলতে চাই। যে দল ভালো খেলবে তারাই জিতবে। পাঁচ দিনের খেলা এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আমরা চার দিন এগিয়ে থেকেও হেরে গেছি, এমনটা করতে চাই না। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম ম্যাচটি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। তিন দিনের বিরতির পর ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে শ্রীলঙ্কা-বাংলাদেশ একে অপরের বিপক্ষে মাঠে নামবে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদল নেতা মনিরের ‘বার কাণ্ড’: মদ্যপান, হুমকি, হামলা—শেষমেশ বহিষ্কার
সংস্কারে সমর্থন আছে যুক্তরাষ্ট্রের, নির্বাচন বিষয়েও জানতে চেয়েছে দেশটি: পররাষ্ট্র উপদেষ্টা
এহসান মাহমুদে বিব্রত বিএনপি, যেভাবে দলে ঢোকেন তিনি
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা