সাংবাদিকদের হুমকি দেয়া সেই মাদ্রাসা শিক্ষক রিমান্ডে

বাংলাদেশে খেলাফত তথা ইসলামি শাসনব্যবস্থা কায়েম হলে সব সাংবাদিককে জবাই করার ঘোষণা দেয়া কওমি মাদ্রাসা শিক্ষক ওয়াসেক বিল্লাহ নোমানীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১২ এপ্রিল) ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে নোমানীকে হাজির করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে বিচারক একেএম রওশন জাহান একদিনের রিমান্ড আবেদন মণ্জুর করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ওয়াসেক বিল্লাহ নোমানীর বিরুদ্ধে এসআই মাহবুব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন সাংবাদিক রাকিবুল ইসলাম শাহিন।
ওসি বলেন, ‘আজ তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে আদালত তাকে একদিনের রিমান্ড আদেশ দিয়েছেন।’
এর আগে গতকাল রবিবার বিকালে নগরীর সানকিপাড়া এস এ সরকার রোডের বাসা থেকে নোমানীকে আটক করে পুলিশ।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এআর/জেবি)

মন্তব্য করুন