টিকা নিয়েও করোনা আক্রান্ত ভাঙ্গুড়ার মেয়র

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ২০:১৯
অ- অ+

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল করোনার টিকা নিয়েও করোনা পজিটিভ হয়েছেন। সোমবার ল্যাব টেস্টে নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে। মেয়র রাসেল দেড় মাস আগে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নেন।

জানা যায়, মেয়র রাসেল গত মাসের শেষের দিকে প্রশিক্ষণের জন্য ঢাকায় গিয়ে পাঁচ দিন অবস্থান করেন। সেখান থেকে সর্দি কাশি নিয়ে বাড়ি ফেরেন। পরে গত বৃহস্পতিবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন।

সোমবার সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত হতে সোমবার আবার নমুনা সংগ্রহ করে পাবনা পাঠানো হলে সেখানকার ফলাফলও পজিটিভ এসেছে।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র রাসেল বলেন, তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। তার কোন উপসর্গ নেই। তারপরও স্বাস্থ্য সুরক্ষায় তিনি বাসাতেই অবস্থান করছেন।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা