দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১০:২৮| আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১১:১৩
অ- অ+
ছবি: সংগৃহীত

সাভারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।

মঙ্গলবার ভোর ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম জানান, পেঁয়াজবোঝাই একটি ট্রাক সালেহপুরে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। ভোরে ঢাকাগামী একটি প্রাইভেটকারের চালক ট্রাকের পেছনে ধাক্কা দিলে কারটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে আশপাশের লোকজন গাড়ির ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করে এবং আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। লাশ দুটি হাইওয়ে থানায় নেয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৩এপ্রিল/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা