নিষেধাজ্ঞা উপেক্ষা করে অষ্টমী স্নানে পূণ্যার্থীদের ঢল

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১৭:১৮| আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৭:২৯
অ- অ+

সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে লাখো সনাতন ধর্মী পূণ্যার্থীদের ঢল নেমেছে। মঙ্গলবার স্নান উপলক্ষে দুদিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিএনজি, অটোরিকশা, ইজিবাইক, রিকশাভ্যান ও মোটরসাইকেলে করে হিন্দু ধর্মাবলম্বীরা চিলমারীতে পূণ্যস্নানে অংশ নিতে ভিড় জমান। ফলে হাজার হাজার নারী-পুরুষ স্বাস্থ্যবিধি না মেনে দল বেঁধে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে পূণ্যস্নানে অংশ নেন।

দেশব্যাপী লকডাউনের সময় নিষেধাজ্ঞা ভেঙে স্নান করতে আসার ব্যাপারে পূণ্যার্থীরা জানান, আমরা লকডাউন মানি না। এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান। আমাদের পিতা-মাতার মঙ্গলের জন্য আমরা এখানে এসেছি।

এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা না বললেও চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউএম রায়হান শাহ জানান, পূণ্যার্থীরা ভোরে বিচ্ছিন্নভাবে স্নানে যোগ দিয়েছেন খবর পেয়ে তাদের ফিরিয়ে দিতে পুলিশকে বলা হয়েছে। এছাড়াও ভোর থেকে স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করে প্রচারণা চালানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা