কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চালু হচ্ছে রবিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ১৯:৪২
অ- অ+
ফাইল ছবি

করোনা মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই এবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েক ও বাহরাইনের ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আটকেপড়া প্রবাসীদের কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় আগামী ২৫ এপ্রিল রবিবার থেকে এই অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান শুক্রবার বিকালে গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাস মহামারির মধ্যে দেশে আটকে পড়া প্রবাসীদের কথা চিন্তা করে বেবিচক জাজিরা এয়ারওয়েজকে ঢাকা থেকে কুয়েত এবং গালফ এয়ারকে ঢাকা থেকে বাহরাইনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।’ তবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেয়া নির্দেশনা পরিপালন করতে হবে বলে জানান চেয়ারম্যান।

এর আগে সর্বাত্মক লকডাউনের মধ্যে ২৮ এপ্রিল পর্যন্ত সবধরনের ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ আগে দিয়েছিল বেবিচক। তবে এর বিশেষ বিবেচনায় সৌদি আরবের ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক। এছাড়া অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা