মাস্ক না পরলে দোকান বন্ধ করে দেয়া হবে: মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২১, ১৩:৫২| আপডেট : ০৩ মে ২০২১, ১৪:০০
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোনো মার্কেটে ক্রেতা-বিক্রেতা মাস্ক না পরলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

সোমবার রাজধানী মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে মার্কেট ও দোকানপাট খুলে দেয়া হলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মার্কেটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের বেশিরভাগ মাস্ক ছাড়া বেচাকেনা করছেন।

ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, ‘ব্যবসায়ীদের লোকসানের কথা বিবেচনা করে দোকানপাট খুলে দিয়েছে সরকার। তার আগে স্বাস্থ্যবিধি মানবেন বলে লিখিত দিয়েছেন দোকান মালিকেরা। এখন ডিএনসিসি এলাকার মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাইকিং করা হচ্ছে। কাল থেকে আমি নিজে সব মার্কেটে ঘুরব। কোনো মার্কেটে দোকানি এবং ক্রেতাকে মাস্ক ছাড়া পাওয়া গেলে ওই দোকান বন্ধ করে দেওয়া হবে।’

ঢাকাটাইমস/৩মে/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা