মির্জাপুরে পিতার অভিযোগে পুত্রের সাজা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ২১:৫০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে পিতার অভিযোগে সোনাতন সরকার জীবন (২৬) নামে মাদকাসক্ত ছেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন তাকে তিন মাসের বিনাশ্রম সাজা দেন।

সোনাতন সরকার জীবন এ উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের দুলাল সরকারের ছেলে।

সোনাতন সরকার জীবন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে বিভিন্ন সময়ে তার পরিবারের ওপর অত্যাচার নির্যাতন করে আসছিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুলাল সরকার টাঙ্গাইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযোগ করেন। পিতার অভিযোগে বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আবদুল্লা আল মামুন গাজেশ্বরী গ্রাম থেকে সোনাতন সরকার জীবনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের হাকিম জুবায়ের হোসেন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের এক কর্মকর্তার অভিযোগে মাদকাসক্ত এক যুবককে ৩ মাসের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৫মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা