করোনায় প্রাণ হারালেন আলফাডাঙ্গার মুক্তিযোদ্ধা হানিফ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২১, ২০:২৬| আপডেট : ০৬ মে ২০২১, ২০:৩৬
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা হানিফ মোল্যা(৭১) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে ইউসুফের বাগ কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার দেন।

গত বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি করোনা আক্রান্ত হয়ে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের মা, মাটি ও মানুষের প্রিয়নেতা জননেতা আরিফুর রহমান দোলন গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/৬মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা