ইসরাইলের বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মাহর ধর্মীয় দায়িত্ব: হুথি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২১, ১২:৫৯
অ- অ+

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের হুমকির বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মাহর ধর্মীয় দায়িত্ব্। বৃহস্পতিবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে আবদুল মালেক আল-হুথি একথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল সাধারণ কোনো শত্রু নয়, বরং তারা পুরো মুসলিম উম্মাহর সবচেয়ে নিকৃষ্ট শত্রু।

আবদুল মালেক আল-হুথি ব্যাখ্যা করে বলেন, ইসরাইলের জন্ম হয়েছে ভয়াবহ অপরাধ ও গণহত্যার মধ্যদিয়ে। তারাই ফিলিস্তিনি জনগণ ও মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে ঘৃণ্য গণহত্যা চালিয়েছে।

আব্দুল মালেক আল-হুথি তার পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, মুসলমানদের কোন মানবাধিকার থাকতে পারে- ইহুদিবাদীরা সে কথা কখনো বিবচেনা করে না। এ কারণে তারা শিশুদের হত্যা করে এবং শিশুদের সঙ্গে শত্রুতা পোষণ করে। ফিলিস্তিনি জনগণের প্রতি আরব দেশগুলো ও মুসলিম বিশ্বের দুর্বল সমর্থনে অসন্তোষ প্রকাশ করে আব্দুল মালেক আল-হুথি বলেন, সরকারিভাবে ফিলিস্তিনিদের সমর্থন দেয়া হচ্ছে তবে সেই সমর্থন মুসলিম বিশ্বের পক্ষ থেকে প্রয়োজনীয় ও পূর্ণাঙ্গ সমর্থন নয়।

(ঢাকাটাইমস/০৭মে/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমদ
গোপালগঞ্জ ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা