বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে ফরিদপুর পরিষদ নেতাদের সাক্ষাৎ

স্বপন মজুমদার, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০২১, ১৬:০৮

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলামের আমন্ত্রণে বাংলাদেশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদ বাহরাইন শাখার নেতারা। বৃহস্পতিবার (৬ মে) স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রদূতের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দড়ি, প্রধান উপদেষ্ঠা আব্দুর রফ খান, সিনিয়র উপদেষ্ঠা এম.এ হাসেম, সাধারণ সম্পাদক শেখ সিয়াম শাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক পি.কে আব্দুল্লাহ।

এ সময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ এবং তাদেরকে সম্মাননা স্মারক দেন ফরিদপুর জনকল্যাণ পরিষদ বাহরাইন শাখার নেতারা।

এ সময় রাষ্ট্রদূত সব প্রবাসীদেরকে বাহরাইন সরকারের করোনা ভাইরাস প্রতিরোধের নিয়ম মেনে চলার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/৭মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :