ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির ঈদ পুনর্মিলনী 

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৪, ১৫:০৬

ইতালির ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদের দিন বিকালে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া কিছুটা খারাপ থাকার কারণে অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থানীয় একটি পার্কের পরিবর্তে ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবাসে শত কর্মব্যস্ততার পরেও পরিবার পরিজন নিয়ে এমন আয়োজন উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেছে। ঈদ আনন্দ একে ওপরের সঙ্গে ভাগ করেছেন সবাই। অনুষ্ঠানে বাসায় তৈরি রকমারি খাবার নিয়ে আসেন প্রবাসী নারীরা। যা অনুষ্ঠানকে আরও সমৃদ্ধি করেছে।

বৃহত্তর সিলেট সমিতির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও সমিতির কার্যকরী কমিটির সকল সদস্যের সহযোগিতায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবে পরিণত হয়।

শিশু-কিশোরদের কবিতা, ছড়া ও কেরাত পরিবেশনা ছিল অনেক সুন্দর। নারীদের তৈরি খাবারের আয়োজন উপস্থিত সকলেই প্রশংসা করেন এবং সমিতির পক্ষ থেকে সকল নারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নানান আয়োজন ও আড্ডা আর ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :