বাবরের ব্যর্থতার কারণ জানালেন শোয়েব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২১, ১২:৫৫| আপডেট : ০৮ মে ২০২১, ১৩:০০
অ- অ+

বর্তমানে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন হলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। কিন্তু চলতি জিম্বাবুয়ে সিরিজে দ্যুতি ছড়াতে পারছেন না তিনি। ব্যাট হাতে বাবরের ব্যর্থ কারণ হিসেবে দেরিতে ব্যাটিং করতে নামাকে দুষছেন দলের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

আইসিসি প্রকাশিত ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাবরের। ৭৩৬ র‌্যাটিং পয়েন্ট নিয়ে তালিকায় ৯ নম্বরে অবস্থান করছেন তিনি।

মূলত জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ বেশ ভুগিয়েছে পাকিস্তানি অধিনায়ককে। সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে এসে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এটিই তার ক্যারিয়ারের প্রথম গোল্ডেন ডাক। এরপর দ্বিতীয় এবং শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসেও ভালো করতে পারেননি তিনি। এবার ফিরেছেন মাত্র ২ রানে।

পিটিভি স্পোর্টসে আলাপচারিতায় শোয়েব তুলে ধরলেন কৌতূহল জাগানিয়া এক ব্যাখ্যা। সাবেক এই ফাস্ট বোলারের মতে, ব্যাটিং স্কিলের চেয়ে মানসিক বাধাই বাবরের ব্যাটিং ব্যর্থতার কারণ।

তিনি বলেন, ‘দুশ্চিন্তার ব্যাপার বাবর আজমকে নিয়ে, সে রান করছে না। এই দলের (জিম্বাবুয়ে) বিপক্ষে, তাকে নিজের ব্যাটিংয়ের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। কারণ ওপেনাররা রান করছে, এরপর আজহার আলি লম্বা ইনিংস খেলছে। বাবরকে এই সময়টায় প্যাড পরে প্রস্তুত থাকতে হচ্ছে, যা টেস্ট ক্রিকেটের সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ দিক।’

তিনি আরো বলেন, ‘এই সময়টায় বসে থাকতে হয়, মনোযোগ দিয়ে খেলা দেখতে হয়, বেশি কথাও বলা যায় না। মূলত তাই বলা যায়, কোয়ারেন্টিনের ভেতর কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এই সিরিজে বাবরের অন্তত ৩০০-৪০০ রান করা উচিত ছিল।’

(ঢাকাটাইমস/০৮মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা