ময়মনসিংহে যুবক খুন

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২১, ১৪:৪৮
অ- অ+

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দোকান বাকির পাওনা টাকার দ্বন্দ্বে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ১০নং তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আজিজুল হক (৩৮)। তিনি স্থানীয় মাহমুদিপুর পুনাইল গ্রামের আছির উদ্দিনের পুত্র।

খবরের সত্যতা নিশ্চিত করে ১০নং তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. হালিম জানান, দোকানের পাওনা টাকা নিয়ে শুক্রবার সন্ধ্যায় একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে আজিজুলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত ৮টার দিকে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আজিজুল মারা যান।

আহতরা হলেন- প্রতিপক্ষের সালাউদ্দিন মাস্টার (৪৮), বাবলু (৪৫), মাখন (৩০) এবং নিহত আজিজুলের চাচাত ভাই মহিউদ্দিন আজাদ মানিক (৪৭) ও তার ছেলে কলেজ শিক্ষার্থী মাহাবুব (২৩)। আহতদের মধ্যে সালাউদ্দিন মাস্টার, বাবলু ও মাখনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আ. কাদির মিয়া জানান, এ ঘটানায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা