ঈদের পর লকডাউন আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২১, ১৮:১৯
অ- অ+
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ঈদের পর আরও এক সপ্তাহ বাড়ানোর কথা ভাবছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এমন তথ্য দেয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে আর এক সপ্তাহ লকডাউন বাড়ানোর।’

কারণ হিসেবে প্রতিমন্ত্রী জানান, দেশে করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে, যা দেশবাসীকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ভাইরাসটির সংক্রমণ এড়াতে এ সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে বলে জানান তিনি।

ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- এই কথাটি মাথায় রাখতে হবে।’

এর আগে কোভিড-১৯ এর সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী লকডাউন করে সরকার। এরপর ১৩ এপ্রিল পর্যন্ত তা বেশ ঢিলেঢালাভাবেই পালন হয়। এ সময় ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে বেড়ে যায়। ফলে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা দেয় সরকার। যা ধাপে ধাপে বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার মধ্যে সম্প্রতি সারাদেশে ব্যবসায়ীদের দাবির মুখে মার্কেট, দোকানপাট এবং জেলা শহরগুলোতে গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। শুধু বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং আন্তঃজেলা লঞ্চ-ট্রেন ও বাস চলাচল।

এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকায় নানান উপায় অবলম্বন করে ঢাকা ছাড়ছেন তারা। এতে স্বাস্থ্যবিধি বিলুপ্ত হয়ে গেছে। আর এই পরিস্থিতির কারণে ঈদের পর করোনার আরেকটি ঢেউ উঠতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছে করোনা বিষয় জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য নজরুল ইসলাম।

ঢাকাটাইমস/১১মে/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সুজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা