ঈদে নতুন পোশাক পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২১, ১৯:১৫
অ- অ+

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। তবে এবারও বৈশ্বিক করোনা পরিস্থিতিতে ঈদ আনন্দে কিছুটা ভাটা পড়েছে। আর সুবিধাবঞ্চিত মানুষের জন্য এবারের ঈদুল ফিতর আরো কষ্টকর হয়ে দাঁড়িয়ে। সেই সুবিধাবঞ্চিত মানুষের মুখে একটু হাসি ফুটিয়েছেন কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের দিয়েছেন নতুন পোশাক। মেহেদির রঙে রঙিন করেছে শিশুদের হাত। এছাড়া সেমাই ও মিষ্টিমুখ করিয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের। পেয়েছে ঈদ সেলামিও। সব মিলে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে বেদে পল্লীর সুবিধাবঞ্চিত শিশুরা।

কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা এ উদ্যোগ নিয়েছেন। নড়াইল সদরের হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা এলাকায় ভাসমান বেদে পল্লীর সুবিধাবঞ্চিত ২৪ জন শিশুকে নতুন পোশাক দিয়েছেন তারা। শিশুদের পছন্দ ও রুচিমাফিক পোশাক কিনে ঈদের দিনে তাদের গায়ে তা পরিয়ে দিয়েছেন ফাউন্ডেশনের সদস্যরা। সেই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে এঁকে দেয়া হয়েছে মেহেদির দৃষ্টিনন্দন নকশা। এছাড়া বাসা থেকে রান্না করা সেমাই এবং মিষ্টিমুখ করিয়ে তাদের মন আরও হাসি-খুশিতে ভরিয়ে দেয়া হয়। এছাড়া প্রতিটি শিশুকে ২০ টাকা করে ঈদ সেলামি দেয়া হয়েছে। নতুন পোশাকসহ ঈদ উপহার পেয়ে ভীষণ খুশি ভাসমান বেদে পল্লীর শিশুরা। আনন্দ আবেগে আপ্লুত অভিভাবকেরা।

শিশু আরবিনা, সানাই, আখিরুল, বাঁধন, ফারজিরুল, সহিরুল, সুমাইয়া, জুঁইসহ অন্যরা বলে, নতুন পোশাক পেয়ে অনেক খুশি আমরা। আগে আমাদের এমন ঈদ উপহার কেউ দেয়নি। এক সঙ্গে নতুন পোশাক, মেহেদি ও ঈদ সেলামি পেয়েছি। সেই সঙ্গে সেমাই ও মিষ্টি খেয়েছি। অনেক মজা পেয়েছি আমরা।

ভাসমান বেদে পল্লীর সরদার ওয়াসিম মিয়া বলেন, দেশের অনেক অঞ্চলে আমরা ঘুরে-ফিরে বেড়াই। কেউ কোনো খোঁজখবর নেয় না আমাদের। নড়াইলে এসে আমরা অনেক সহযোগিতা পেয়েছি। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা রমজানের মাঝামাঝি আমাদের প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুনসহ খাদ্যসামগ্রী দিয়েছে। ঈদের দু’দিন আগে এবং ঈদের দিনে আমাদের ছেলে-মেয়েদের নতুন কাপড়সহ ঈদ উপহার দিয়েছে। করোনার কঠিন সময়ে ঈদ উপহার পেয়ে আমরা অনেক খুশি।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ বলেন, পবিত্র ঈদুল ফিতরে একাধিক পোশাক না কিনে বিলাসিতা এড়িয়ে এবং একজন পোশাক দোকানির সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি আমরা। এছাড়া ২০১৭ সাল থেকে পড়ালেখার টাকা জমিয়ে এবং পরিবার-পরিজনের সহযোগিতায় ছিন্নমূল শিশু ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমরা।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা বেদেপল্লীসহ সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়া করোনা মোকাবেলায়ও তাদের ভূমিকা রয়েছে। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের কাজকে আরো গতিশীল করতে আমাদের সুদৃষ্টি থাকবে।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা