হেফাজত নেতা মনির কাসেমীর চার দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২১, ১৮:৪১| আপডেট : ২২ মে ২০২১, ১৯:০২
অ- অ+

রাজধানীর পল্টন থানায় করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীকে চার দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মুফতি মনির হোসেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম।

শনিবার তাকে রিমান্ডে নেয়ার এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার।

আদালত সূত্র জানায়, শনিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে ২০১৩ সালে করা পল্টন থানার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন আদালতে। শুনানি শেষে বিচারক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জিম্মায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর বারিধারা থেকে মনির হোসেন কাসেমীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২০ সালের ডিসেম্বর এবং সম্প্রতি নারায়ণগঞ্জের সহিংসতায় মনির কাসেমীর নাম জড়িত।

(ঢাকাটাইমস/২২মে/এএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইংরেজি ভাষা আয়ত্বের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান
সোনারগাঁয়ে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যা: ‘ফাইসা গেছি’, বললেন রবিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা