বক্তৃতা নয়, আন্দোলন চান গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২১, ১৮:৪১| আপডেট : ১০ জুন ২০২১, ১৮:৪৩
অ- অ+

সরকার পতনের জন্য আলোচনা সভা ও গণমাধ্যমে কথা বলার চেয়ে আন্দোলন বেশি জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘আলোচনা সভা করে, বক্তৃতা করে কাজ হবে না। আন্দোলনের ডাক দিন, সরকার পতনের আন্দোলন।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গয়েশ্বর রায় বলেন, ‘যদি অতীতের কোনো ইতিহাসে আমরা থেকে থাকি, তাহলে সামনের ইতিহাসেও থাকব। আরেকটি ইতিহাস সৃষ্টি করব।’

দলের দৈনন্দিন কর্মসূচি নিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে। আর আমরা করছি আলোচনা সভা। সেখানে বক্তৃতা করে যাচ্ছি। আমার মনে হয়, আলোচনা সভা করে কথা বলে আর কাজ হবে না। কথা বলার চেয়ে এখন জরুরি সরকার পতন আন্দোলন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১০জুন/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা