শ্যামলীতে জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২১, ২২:৫২
অ- অ+

রাজধানী শ্যামলী এলাকা থেকে একজন সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার নাম জামাল উদ্দিন ওরফে জামাল ইসলাম।

রবিবার বেলা পৌনে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

রবিবার রাতে র‌্যাব -২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-২ এর একটি দল বেলা পৌনে তিনটার সময় শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশু মেলা এলাকায় অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মো. জামাল উদ্দিন ওরফে জামাল ইসলামকে উগ্রবাদী বই ও লিফলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামালের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একজন সক্রিয় সদস্য। তিনি দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামি জঙ্গিবাদী বই ও প্রচারপত্র প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কাজ করে আসছিলেন। তিনি নিয়মিত মাসিক ভিত্তিতে সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ বা প্রদান করতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২০জুন/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অর্ধশত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল মোহাম্মদপুর থানা পুলিশ
সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত গোপালগঞ্জে অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ
আজও ঢাকা বোর্ডের সামনে এসএসসিতে ফেল করাদের বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা