রূপালী ব্যাংকের ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২১, ১৮:৪৭| আপডেট : ২১ জুন ২০২১, ১৮:৫৮
অ- অ+

পূঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেড ১০ শতাংশ স্টক লভ্যাংশ ( অর্থাৎ প্রতি ১০টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার বোনাস) ঘোষণা করেছে।

সোমবার (২১ জুন) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১৪ জুলাই নির্ধারণ করা হয়েছে এবং ব্যাংকটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ০.৪৯ টাকা। ১৯৮৬ সালে তালিকাভুক্ত ব্যাংকটির ৯০.১৯ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে ৪.৯০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং ৪.৯১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

সম্প্রতি ব্যাংকটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে। এটি এক বছরে সর্বোচ্চ ৪০.৭০ টাকায় লেনদেন হয়েছে। সর্বশেষ ব্যাংকটির শেয়ার লেনদেন হয় ৩৭.৬০ টাকায়। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে রয়েছেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

করোনাকালীন সময়ে ব্যাংকটি কৃষিতে বিনা সুদে ঋণ বিতরণ করে ব্যাপক আলোচনায় আসে। বিশ্লেষকদের মতে রূপালী ব্যাংকের এ লভ্যাংশ ব্যাংক খাতকে চাঙ্গা করবে। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা ১৮ আগস্ট ২০২১ এ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২১জুন/আরএ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা