নোয়াখালীতে অস্ত্রসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২১, ১৯:৪২
অ- অ+

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে অভিযান চালিয়ে ফজলুর রহমান মধু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াখলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজলুল রহমান মধু শ্রীপুর গ্রামের শিকদার বাড়ির মাহমুদুল্যা সাম মিয়ার ছেলে। তিনি সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান জিসানের সহযোগী ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার গভীর রাতে নোয়াখলা এলাকায় অভিযান চালিয়ে মধুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি হত্যা, চারটি মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়াও একাধিক মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, মধুর বিরুদ্ধে আগের ১২টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের 
ফুটবলার ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান
ত্রিপুরায় রেড অ্যালার্ট, কুমিল্লায় আতঙ্কে বাড়ি ছাড়ছে গোমতীপারের মানুষ
এবার দুই মাসেরও কম সময়ে এসএসসির ফল প্রকাশ হচ্ছে: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা