কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২১, ১৯:৪২| আপডেট : ২২ জুন ২০২১, ২০:০৫
অ- অ+

কক্সবাজারের উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজনের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শনাক্ত করা যায়নি।

আহতদের উদ্ধার করে উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজনের নাম নাহিদুল ইসলাম (৩)।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উখিয়ার কোটবাজার বটতলী নামক জায়গায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

কক্সবাজার থেকে উখিয়ামুখী মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন সাবিনা আকতার (২৩), মোবারক হোসেন (২৪), জাহাঙ্গীর আলম (৩৫), আবুল হোসেন (৪২) ও নুরুল আমিন (৩৭) ও হারুন (২৫)।

তবে দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মতিউর রহমান ঘটনাস্থলে যান। সেখান থেকে লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসেন।

অন্যদিকে উখিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

এ ব্যাপারে উখিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজনের পরিচয় শনাক্ত করা যায়নি।

(ঢাকাটাইমস/২২জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের 
ফুটবলার ঋতুপর্ণার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান
ত্রিপুরায় রেড অ্যালার্ট, কুমিল্লায় আতঙ্কে বাড়ি ছাড়ছে গোমতীপারের মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা