সিংড়ায় পাখি শিকারে ঝুঁকছে শিশু-কিশোর

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২১, ২১:৪৪
অ- অ+

করোনায় স্কুল-কলেজ বন্ধ থাকায় শিশু-কিশোররা পাখি শিকারে ঝুঁকছে। মঙ্গলবার দিনব্যাপী পাখি শিকার রোধে চৌগ্রাম, ছাতারদীঘি এলাকায় প্রচার-প্রচারণা চালান স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এসময় চৌগ্রাম জমিদার বাড়ি এলাকা থেকে ৫জন শিশু-কিশোরকে আটক ও পাখি শিকারের ফাঁদসহ বিভিন্ন প্রজাতির ৪টি পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলো অবমুক্ত ও ফাঁদ ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম, আব্দুর রশিদ প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও বিলহালতি ত্রি-মোহনী কলেজের শিক্ষক আখতারুজ্জামান বলেন, করোনায় স্কুল-কলেজ বন্ধ থাকায় প্রত্যন্ত অঞ্চলে এখন শিশু-কিশোরদের পাখি শিকার ও মোবাইল ভিডিও গেমসে আসক্তি হতে দেখা যাচ্ছে। কারণ তাদের অলস সময়টা এখন অনেক বেশি। এ বিষয়ে আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।

সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান বলেন, চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তবে শিশু-কিশোরদের মধ্যে পরিবারের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২২জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা