চাটমোহরে বিকাশের মাধ্যমে প্রতারণার দায়ে যুবক গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২১, ১৯:২২
অ- অ+

পাবনার চাটমোহরে নারী গ্রাহকের সঙ্গে বিকাশের মাধ্যমে প্রতারণা করার অভিযোগে রানা হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর

আগে ভুক্তভোগী ওই নারী মামলা করলে বুধবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়।

আটক রানা পৌর শহরের মধ্যশালিখ গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, রানা পৌর শহরের জারদ্রিস মোড় এলাকায় ‘রানা স্টোর’ নামে একটি মোবাইল বিকাশের দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট খুলে দিতেন তিনি। দিনমজুর, বৃদ্ধ, অসহায় নারীদের টার্গেট করে বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় গোপন পিন নম্বর নিজের কাছে সংরক্ষণ করে রাখতেন। সম্প্রতি মধ্যশালিখা এলাকার রেবা খাতুন নামে এক নারীকে বিকাশ অ্যাকাউন্ট খুলে দেয় রানা এবং গোপন পিন নম্বরটি সংরক্ষণ করে নিজের কাছে রাখে। এরপর ওই নারীর বিকাশ অ্যকাউন্টে তার এক স্বজন সাত হাজার টাকা পাঠানোর পর রানার কাছে টাকা তুলতে যান। কিন্তু রানা জানায়, রেবার অ্যকাউন্টে টাকা ঢুকলেও ক্যাশ আউট করা হয়ে গেছে। কিন্তু টাকা ক্যাশ আউট না করায় এবং রানার অসংলগ্ন কথা শুনে সন্দেহ হওয়ায় রেবা খাতুন থানায় লিখিত অভিযোগ দেন। পরে তথ্য প্রযুক্তির সহয়তায় তদন্ত করলে এ অভিযোগের সত্যতা পায় পুলিশ। পরে রেবা খাতুন মঙ্গলবার রাতে রানাকে অভিযুক্ত করে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে রানাকে আটকের পর বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার রানা একাধিক গ্রাহকের সঙ্গে বিকাশের মাধ্যমে প্রতারণা করেছে বলে জেনেছি।

(ঢাকাটাইমস/২৪জুন/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার
নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী
ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা