সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে মির্জাপুর

মির্জাপুর পৌরসভায় সৌর বিদ্যুতের সড়ক বাতি স্থাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার এক নম্বর ওয়ার্ড পুষ্টকামুরী চরপাড়ায় সড়ক বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র তাপস সাহা, আব্দুর রউফ দুলাল, আলী আজম সিদ্দিকী, আব্দুল জলিল খান, আনোয়ার হোসেন, শামীম খান, সুমন হক সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী মঞ্জুর হোসেন, উপসহকারী প্রকৌশলী বাবুল হোসেন প্রমুখ।
পৌরসভার নয়টি ওয়ার্ডে ১১২টি সৌর বিদ্যুতের সড়ক স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি সড়ক বিদ্যুতায়িত করা হবে বলে জানান মেয়র সালমা আক্তার শিমুল।
(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

মন্তব্য করুন