কাব্য সংলাপ

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২১, ২১:৪৬
অ- অ+

: কী করছো?

-লিখছি।

: কী লিখছো?

-কবিতা।

: কী নিয়ে?

-মানুষ নিয়ে।

: কোন মানুষ?

-বিশেষ একজন।

: বিশেষ মানে?

-যে সাধারণ নয়।

: মানে অসাধারণ?

-হ্যাঁ, ঠিক তাই।

: কে সে? -জানি না।

: অপরিচিত কেউ?

-হ্যাঁ।

: তাহলে তাকে চিনেছি।

-চিনেছো, কে সে?

: আমি।এদ্দিনেও আমিই তোমার পরিচিত হতে পারিনি।

-ঠিকই বলেছো।যাকে জানা হয়ে যায়, তাকে নিয়ে কবিতা হয় না। যে রহস্যের,সে-ই কবিতার।

: তাহলে আমি জীবনভর অপরিচিতই থেকে যেতে চাই।

-তা অবশ্য তোমার চাওয়ার অধীন না; কবিতার মেজাজের অধীন।

: সেই ভালো।কবিতার অধীন মানে সৌন্দর্যের অধীন।

-তুমি চেনা চৌকাঠে চিরায়ত অচেনা। সুন্দর, রহস্যাবৃত দুর্লভ সুন্দর। তুমিই আমার কবিতা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
Promoting Artificial Intelligence at the PGDM Level: Preparing Future Business Leaders
দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতাসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা