প্রেম : আলোর আত্মা

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২১, ১৮:৪৭
অ- অ+

তুমি কোনোদিনই আসবে না আর ফিরে

সে খবর তোমার ফেরারপথও জানে,

তাই জোনাকিরা জ্বালে না সে পথে আলো,

তোমার না ফেরার বিষন্ন অভিমানে।

তোমার ফেরার পথের ধুলোয় ধুলোয়

এখন কেবল মরুর হাওয়াই বইছে,

তোমার আশায় তবুও ধুলোর কণা

ভিন্ পথিকের পায়ের ভারই সইছে।

চাঁদ তারারাও হয়েছে মেঘের আড়াল

সে পথে ফেলেছে আঁধার সর্বনাশা,

তুমি যদি ফেরো উষ্ঞ বুকের সাড়ায়

আলো জ্বলবার এখনো রয়েছে আশা।

তুমি ফিরলেই আলোর অথৈ সাগর

ভরবে দীপ্ত দ্যোতিতে কানায় কানায়,

চাঁদ তারা পথ জোনাকিরা সবে মিলে

সেই বার্তাই মুলুকে মুলুকে জানায়।

আলোর আত্মা হয়ে যদি প্রেম

আত্মায় ফেরে প্রিয়তম!

চাঁদ তারা পথ জোনাকিরা মিলে

জানাবেই স্বাগতম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা