সংঘর্ষে কৃষক নিহত; আ.লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ১৯:৩২

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কৃষক শহীদ শেখ নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের মামাতো ভাই আ. মান্নান শেখ সোমবার দুপুরে বোয়ালমারী থানায় এই মামলা করেন।

উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বরকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

এর আগে গত ২৩ জুলাই উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পরমেশ্বরদী গ্রামের ফকিরপাড়ার আ. রাজ্জাক ফকিরের ছেলে কৃষক শহীদ ফকির নিহত হন।

জানা গেছে, মান্নান মাতুব্বর মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে করা যুদ্ধাপরাধ মামলার এক নম্বর সাক্ষী। তার তিন ছেলে হারেজ মাতুব্বর, মজনু মাতুব্বর ও মাসুদ মাতুব্বরকেও এ হত্যা মামলায় আসামি করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় আসামিকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। এর মধ্যে কেউ এ মামলায় এজাহারভুক্ত আসামি আছে কিনা তা যাচাই-বাছাই করে দেখা হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :